পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

মুজিবনগর স্মৃতিসৌধ ও কমপ্লেক্স


মুজিবনগর স্মৃতিসৌধ ও কমপ্লেক্স         

       
জেলা  :   à¦®à§‡à¦¹à§‡à¦°à¦ªà§à¦°
উপজেলা  :   à¦®à§à¦œà¦¿à¦¬à¦¨à¦—র

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীন বাংলাদেশ এই দুটি কথার সাথে অবিচ্ছেদ্য এক নাম মুজিবনগর। মেহেরপুর জেলা হতে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে রয়েছে এই মুজিবনগর কমপ্লেক্স। এখানে রয়েছে 'কাহিনী ভাস্কর্য' নামে সাতটি ভাস্কর্য। সাতটি ভাস্কর্যগুলো হলো - ৭ মার্চের ভাষণ, পাক বাহিনীর নারী নির্যাতন, অগ্নিসংযোগ, মুজিবনগর সরকারের শপথ গ্রহন, গার্ড অব অনার, সেক্টর কমান্ডারদের বৈঠক এবং রেসকোর্স ময়দানে পাক বাহিনীর আত্মসমর্পণ। এছাড়াও 'এক নজরে বাংলাদেশ' নামের আর একটি ভাস্কর্য রয়েছে, যেখানে বাংলাদেশের ভৌগলিক-ঐতিহাসিক, মানবিক, নদনদী, প্রাকৃতিক চিত্র তুলে ধরা হয়েছে। বাগানের দক্ষিন-পশ্চিম পাশে রয়েছে ২৩ ফলকবিশিষ্ট স্মৃতিসৌধ। এই ২৩ উদীয়মান সূর্যের প্রতিকৃতিতে নির্মিত। জাতীয় ঐতিহ্য এবং ১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে এই ২৩টি ফলক। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই ২৩ বছরের এক একটি বছরের স্বাধীনতা সংগ্রামের প্রতীক এই ২৩টি ফলক।




.         



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


মেহেরপুর  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

মেহেরপুর  জেলার হোটেল/মোটেল  

মেহেরপুর  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

মেহেরপুর  জেলার রিসোর্ট  

মেহেরপুর  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Gangni     :     OC Gangni Police Station     :     01713-374250
Meherpur Sadar     :     OC Meherpur Police Station     :     01713-374249
Mujibnagar     :     OC Mujibnagar Police Station     :     01713-374251

মেহেরপুর  জেলার ট্যুরিস্ট পুলিশ  

মেহেরপুর  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান